সত্যিকারের বন্ধু চেনার উপায়

সত্যিকারের বন্ধু চেনার কিছু উপায় আছে, যা আপনাকে বুঝতে সাহায্য করবে কে আপনার প্রকৃত বন্ধু এবং কে শুধুই স্বার্থপর বন্ধুত্ব করছে। আসুন কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ দেখে নেই—

১. কঠিন সময়ে পাশে থাকা

দুঃখ-কষ্টেও পাশে থাকে সত্যিকারের বন্ধু, শুধু আনন্দের মুহূর্তেই নয়। যদি কেউ আপনার খারাপ সময়ে আপনাকে সান্ত্বনা দেয়, সাহায্য করতে চায়, তাহলে সে সত্যিকারের বন্ধু।

২. স্বার্থ ছাড়া সম্পর্ক

যদি কেউ শুধুমাত্র আপনার উপকারের জন্যই আপনার সঙ্গে মিশে, তাহলে সে প্রকৃত বন্ধু নয়। সত্যিকারের বন্ধু স্বার্থের ঊর্ধ্বে গিয়ে সম্পর্ক গড়ে তোলে।

৩. সৎ ও খোলামেলা কথা বলে

একজন ভালো বন্ধু আপনার ভুল শুধরানোর জন্য খোলামেলা ও সত্য কথা বলবে, এমনকি আপনি যদি তা পছন্দ না করেন তাও। কারণ তারা চান আপনি ভালো থাকুন।

বন্ধু বা মিত্র hd
বন্ধু বা মিত্র

৪. ঈর্ষা নয়, উৎসাহ দেয়

 আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে,আপনার সাফল্যে যে ব্যক্তি খুশি হয় সে প্রকৃত বন্ধু। কিন্তু যে আপনাকে নিচে নামাতে চায় বা ঈর্ষান্বিত হয়, সে প্রকৃত বন্ধু নয়।

৫. শ্রদ্ধা ও সমর্থন প্রদান করে

একজন সত্যিকারের বন্ধু আপনার মতামত, ইচ্ছা ও ব্যক্তিত্বকে সম্মান করে এবং আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

৬. নির্ভরযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা

যে বন্ধু আপনার গোপন কথা গোপন রাখতে পারে এবং আপনার প্রতি বিশ্বস্ত থাকে, সেই প্রকৃত বন্ধু। যারা পেছনে কথা বলে বা বিশ্বাস ভঙ্গ করে, তারা সত্যিকারের বন্ধু নয়।

৭. আপনাকে নিজের মতো থাকতে দেয়

যে বন্ধুর সামনে আপনি নিজের মতো স্বাভাবিকভাবে থাকতে পারেন, অভিনয় করতে হয় না, সেই সত্যিকারের বন্ধু।

এছাড়াও, সত্যিকারের বন্ধুত্ব ধৈর্য, সহমর্মিতা ও পারস্পরিক বোঝাপড়ার উপর গড়ে ওঠে।

বন্ধু বা মিত্র কি?

প্রকৃত বন্ধু বা মিত্র  ৩ প্রকার

যথা-১) বন্ধু। ২) সখা। ৩) সুহৃদ।

বন্ধুঃ– বন্ধু মানে যে আসে যায় কিছুদিন আপনার সাথে থেকে তালে তাল দিল এ রকম বন্ধুই বেশি আসে জীবনে। যেমন, স্কুল, কলেজে পড়ে, পকেটটা গরম আছে কিছু দিন থাকল (বসন্তের কোকিল এরা হলো ) বন্ধুও খালি যেই পকেট খালি ব্যাস। বসন্তকালে কোকিল যেমন কুহ কুহ করে গান গায়, আর যেই গরম কাল আসে তখন কোকিল উড়ে যায়, কেন না কোকিল সুখের কাঙ্গাল। বন্ধুও এরকম।

সখাঃ– সখা আপনাকে অন্ধের মত ভালোবাসে। আরে তুই যা করবি তাই ঠিক রে। ওরা সব ভুল বলছে, তুই ঠিক। সে আপনি ভুল করেন আর ঠিক করেন, সে আপনার পাশে সব সময় থাকবে। আপনি মনে মনে ভাবছেন যে কাজটা ভুল ছিল, কিন্তু সে বলবে না না তুই ঠিক করেছিস। কেননা সে আপনাকে এতো ভালোবাসে, আপনি খারাপ করছেন না ভাল করছেন সব সময় আপনাকে সাপোর্ট করবে। খারাপ ভালো তুমিই ঠিক। ঠিক যেমন কর্ণ আর দুর্যধোন।

সুহৃদঃ– সুহৃদ মানে যে প্রকৃত পক্ষে ভালো চায়, আপনি যখন ভুল করবেন, সে আপনাকে বলবে এই এটা তুমি ভুল করছ। আপনার খারাপ লাগলেও সে আপনাকে বলবে যেটা ভুল করছ, এটা ঠিক নয়। আর যখন ভালো কিছু করবেন সে তখন আপনাকে উৎসাহ দেবে। সুহৃদ সর্বদাই আপনার পাশে থেকে আপনাকে সঠিক পথ প্রদর্শন করাবেন। সুতরাং সেটা নিজেই ঠিক করে নিন আপনি কেমন এবং কার সাথে বন্ধুত্ব করবেন ।

প্রকৃত সুহৃদতো সেই যে জন্ম-জন্মান্তর আমাদের সাথেই থাকেন। কিন্তু আমরা তাকে চিনতে পারি না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতায় এ জন্য বলেছেন,

ভোক্তারং যজ্ঞতপসাং সর্বলোকমহেশ্বরম্।

সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তিমৃচ্ছতি।।

(গীতা-৫/২৯)

অনুবাদ : আমাকে তপস্যার পরম ভোক্তা ও সমস্ত যজ্ঞ ,  সমস্ত জীবের সুহৃদরূপে এবং সর্বলোকের মহেশ্বর   জেনে শান্তি লাভ করেন যোগীরা জড় জগতের দুঃখ-দুর্দশা থেকে মুক্ত হয়ে।

এই জড় জগতের দুর্দশা ও দুঃখ থেকে তখনই মুক্তি      পাব আমরা  এবং পরম শান্তি লাভ করতে পারব যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের সুহৃদ রূপে জানতে পারবো এবং সকল কিছুর ভোক্তা হিসেবে । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ধর্ম এবং মানবতা

ভগবান শব্দের প্রতিশব্দ ও ভগবানের সংজ্ঞা