হিন্দু ধর্ম কি সত্য
কোন ধর্ম সত্য না মিথ্যা সেটা জানতে হলে পৃথিবীর সবগুলো ধর্ম সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।যেমন সব ধর্মই একসাথে সত্য হওয়া সম্ভব নয় আবার তেমনি এই মহাবিশ্বে একাধিক সৃষ্টিকর্তা থাকাটাও অসম্ভব।কারন পৃথিবীতে মোট ধর্মের সংখ্যা ৪,৩০০টি। প্রধান ধর্ম ১০টি। কোনো ধর্ম সত্য না মিথ্যা তা প্রমান করার জন্য আমাদেরকে সেই ধর্মের গ্রন্থ গুলোর দিকে ফিরে যেতে হবে।
![]() |
হিন্দু ধর্ম কি সত্যি |
হিন্দু ধর্মের উৎপত্তির বিষয়টা আসলেই অনেক বেশি জঠিল মনে হলেও বিষয়টি আসলেই অনেক সোজা। যদিও হিন্দু ধর্মের আসল নাম সনাতন ধর্ম॥ 'পশ্চিমা পন্ডিতরা হিন্দু ধর্মকে বিভিন্ন ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সংমিশ্রণ এবং সংশ্লেষণ হিসেবে গন্য করেন যার মূলে একক কোন ব্যক্তির অবদান নেই এবং এর একাধিক উৎপত্তি উৎস রয়েছে।
ভারতের বিশিষ্ট দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণন হিন্দুধর্মের সংজ্ঞা দিতে গিয়ে
বলেছেন, "Hinduism is not just a faith. It is the union of reason and intuition that can not be defined but is only to be experienced."
আসলেই, হিন্দু ধর্মের সংজ্ঞা দান করা অসম্ভব। সনাতন হিন্দু ধর্ম অনুসারে সকল দেবতা আসলে পরম ব্রহ্মার রূপেরই বহিপ্রকাশ। তাই যে কোনো দেবতাকে, বা স্রস্টাকে পাওয়ার চেষ্টা করা মানে, আসলে ব্রহ্মাকে পাওয়ারই চেষ্টা করা। বর্তমানে শিক্ষিত অশিক্ষিত সকল হিন্দুই বিভিন্ন পুজা অর্চনা করে॥ হিন্দুরা অনেক দেব দেবির পুজা করলেও হিন্দু ধর্ম গ্রন্থ গুলোতে হিন্দুদের কেবল মাত্র এক জন ইশ্বরের উপাসনা করতে বলা হয়েছে॥ বেদের ‘ব্রহ্ম সুত্র’ তে আছে 'একম ব্রহ্মা দ্বৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন' অর্থাৎ ইশ্বর এক তাঁর মত কেউ নেই কেউ নেই সামান্যও নেই । আরও আছে 'তিনি একজন তাঁরই উপাসনা কর' (ঋকবেদ ২;৪৫;১৬)। “একম এবম অদ্বৈত্তম” অর্থাৎ তিনি একজন তাঁর মত আর দ্বিতীয় কেউ নেই (ঋকবেদ১;২;৩) ।
সবচেয়ে পুরাতন ধর্ম হলো সনাতন কারণ নিম্ন ব্যাখ্যা করা হলো-
সনাতন ধর্মের শাস্ত্র অনুসারে,
সত্যযুগ- ১৭,২৮,০০০ বছর
ত্রেতাযুগ- ১২,৯৬,০০০ বছর
দ্বাপরযুগ- ৮,৬৪,০০০ বছর
কলিযুগ- ৪,৩২,০০০ বছর।
চারটি যুগ = ১ মহাযুগ বা দিব্যযুগ।
৭১ টি মহাযুগ/দিব্যযুগ = ১ মন্বন্তর।
১ মন্বন্তর = ১ কল্প বা ১ জন মনুর সময়কাল।
এই ভাবে ১৪ টি মন্বন্তরে ১৪ জন মনু আছে।
বর্তমানে বৈবস্বত মন্বন্তরে (৭ম মনু) ২৮ তম মহাযুগে, কলিযুগের ৫১২৩ (২০২২) বছর চলছে।
অপরদিকে পৃথিবীর অন্যান্য ধর্মগুলোর সময়কাল নিম্নে দেয়া হলো ঃ
![]() |
হিন্দু ধর্মের সত্যতা |
বৌদ্ধ : ৬ হাজার বছর - গৌতম বুদ্ধ
ইহুদী : ৪ হাজার বছর - মুসা (আ)
খ্রিষ্টান: ২ হাজার বছর- ঈসা (আ)/ যিশু
ইসলাম : ১৪৫০ বছর - মোহাম্মদ (সা)
ধর্মটি কবে শুরু হয়েছে, কে শুরু করেছে, এমন তথ্য সকল ধর্মের ক্ষেত্রে পাওয়া যায়। আপনি খুজে দেখুন। উপরে যে সময়কাল বর্ণনা করেছি, সেটা একটি খসড়া হিসাব। আপনি হিসাব করে হয়তো আরো সঠিক সময় বলতে পারবেন। নিজে হিসাব করতে না পারলে অন্য কারো দেওয়া তথ্য পাবেন। হ্যাঁ, এ বিষয়ে তথ্য পাওয়া যায়।
এবার আপনি এই তথ্যটি খুজে দেখুন - কে কবে হিন্দু ধর্ম প্রবর্তন করেছে?
কে হিন্দু ধর্ম প্রবর্তন করেছে, এই তথ্য কোথাও নেই।কত সালে হিন্দু ধর্ম চালু হয়েছে, এই তথ্য কোথাও নেই।সবচেয়ে প্রাচীন ধর্ম হল - হিন্দু।
এ থেকে বোঝা যায়, সনাতন বা হিন্দু ধর্মই পৃথিবীর প্রাচীনতম এবং সেরা ধর্ম। আর, বিজ্ঞানীদের গবেষণায় তাই উঠে এসেছে।আসুন এবার জেনে নেই কোন ধর্মের আবির্ভাব কখন হয়েছে
মন্তব্যঃধর্ম এবং কোর বিলিফঃ কোর বিলিফ (core belief) হল মস্তিষ্কে গভীরভাবে ধারণ করা কতগুলো মৌলিক বিশ্বাস যা মানুষের চিন্তাভাবনা, কর্ম এবং মূল্যবোধ তৈরি করে। কোর বিলিফের প্রভাবের মাধ্যমে আমরা ঘটনাসমূহকে এবং অভিজ্ঞতাকে উপলব্ধি করি আর নিজের মত করে ব্যাখ্যা করি।
#tag;হিন্দু ধর্ম কি সত্য
হিন্দু ধর্ম কি সত্যি
হিন্দু ধর্মের সত্যতা
হিন্দু ধর্ম কি সত্য ধর্ম