যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে যজ্ঞ কত প্রকার ও কি কি?
## যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে যজ্ঞ কত প্রকার ও কি কি? এবং যজ্ঞের স্বরূপ কি? আমরা শ্রীমদ্ভগবদ্গীতা 'যথার্থ গীতা' থেকে জেনে নিই --
অফলাকাঙ্ক্ষিভির্যজ্ঞো বিধিদৃষ্টো য ইজ্যতে৷
যষ্টব্যমেবেতি মনঃ সমাধায় স সাত্ত্বিকঃ।।১৭/১১।।
যে যজ্ঞ 'বিধিদৃষ্ট'-শাস্ত্রবিধি দ্বারা নির্ধারিত করা হয়েছে। (যেমন তৃতীয় অধ্যায়ে যজ্ঞের নাম মাত্র নিয়েছেন, চতুর্থ অধ্যায়ে যজ্ঞের স্বরূপ বলেছেন যে, বহুযোগী প্রাণকে অপানে, অপানকে প্রাণে আহুতি দেন। প্রাণ-অপানের গতি নিরুদ্ধ করে প্রাণের গতি স্থির করেন, সংযমাগ্নিতে আহুতি দেন। এইভাবে যজ্ঞের চৌদ্দটি সোপান সম্বন্ধে বলেছেন, যেগুলি ব্রহ্মকে লাভ করার একটাই ক্রিয়ার উঁচু-নিচু অবস্থা-বিশেষ। সংক্ষেপে যজ্ঞ চিন্তন বিশেষের প্রক্রিয়ার বর্ণনা, যার পরিণাম সনাতন ব্রহ্মে স্থিতিলাভ হয়। এই শাস্ত্রে যার বিধান দেওয়া হয়েছে।) সেই শাস্ত্র-বিধানের উপর পুনরায় জোর দিলেন যে, অর্জুন! শাস্ত্রবিধি দ্বারা নির্ধারিত, যার আচরণ কর্তব্য এবং যা মনকে নিরুদ্ধ করে, যার আচরণ ফলাকাঙ্ক্ষাশূণ্য পুরুষগণ করেন, সেই যজ্ঞ সাত্ত্বিক।
![]() |
যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মত অনুসারে যজ্ঞ কত প্রকার ও কি কি? |
অভিসন্ধায় তু ফলং দম্ভার্থমপি চৈব যৎ।
ইজ্যতে ভরতশ্রেষ্ঠ তং যজ্ঞং বিদ্ধি রাজসম্।।১৭/১২।।
হে অর্জুন! যে যজ্ঞ কেবল দম্ভ প্রকাশের জন্যই অথবা ফলকামনা করে অনুষ্ঠিত হয়, তাকে রাজসিক যজ্ঞ বলে জানবে। রাসজকর্তা যজ্ঞের বিধি সম্বন্ধে অবগত; কিন্তু দম্ভপ্রকাশ অথবা ফলকামনা করে অনুষ্ঠিত হয় যে, অমুক বস্তুলাভ হবে এবং লোকে বলবে যে যজ্ঞ করে, প্রশংসা করবে, এইরূপ যজ্ঞকর্তা রাজসিক হয়। এখন তামসিক যজ্ঞের স্বরূপ বলেছেন--
বিধিহীনমসৃষ্টান্নং মন্ত্রহীনমদক্ষিণম্৷
শ্রদ্ধাবিরহিতং যজ্ঞং তামসং পরিচক্ষতে।।১৭/১৩।।
যে যজ্ঞ শাস্ত্রবিধিবর্জিত, যা অন্নের (পরমাত্মার) সৃষ্টি করতে অসমর্থ, মনের অন্তরালে নিরুদ্ধ করার ক্ষমতাশূণ্য, দক্ষিণাবিহীন অর্থাৎ সর্বস্বের সমর্পণরহিত এবং শ্রদ্ধারহিত, এইরূপ যজ্ঞকে তামসিক যজ্ঞ বলা হয়। এইরূপ ব্যক্তিগণ বাস্তবিক যজ্ঞ সম্বন্ধে অনভিজ্ঞ। অতএব, দীর্ঘ বছর ব্যবধানের পর 'শ্রীমদ্ভগবদ্গীতা'র শাশ্বত ব্যাখ্যা ''যথার্থ গীতা'' ব্যাখ্যাকার:-শ্রী পরমহংস স্বামী অড়গড়ানন্দজী মহারাজ। যথার্থ গীতার অড়িওগুলো পেতে ভিজিট করুণ:-শ্রীমদ্ভগবদ্গীতা - যথার্থ গীতা - মানব-ধর্মশাস্ত্র:আমাদের ওয়েব সাইটের video লেবেল এ🙏🙏