সোমবার কে শিবের সেবার দিন বলা হয় কেন!

সোম বার কে শিবের সেবার দিন বলা হয়।।এই দিনের কি কোন বিশেষ বৈশিষ্ট্য আছে? সোমবার শৈবদের কাছে অতন্ত গুরুত্বপূর্ন এক দিন। এই দিনটিকে মহাদেবের আরাধনার এক বিশেষ দিন হিসেবে মনে করা হয়। সৃষ্টির পূর্বে একমাত্র শিবই বর্তমান ছিলেন। তিনিই লীলাচ্ছলে ব্রহ্মারূপে সৃষ্টি করেন, বিষ্ণুরূপ ধারণ করে পালন করেন আবার রুদ্ররূপ ধারন করে সংহার করেন। ব্রহ্মা-বিষ্ণু-হর তারই সৃষ্টি-স্থিতি-লয়ের তিনটি রূপভেদ মাত্র। তাই এই তিন রূপের মধ্যে সত্বার কোন পার্থক্য নেই। তবু সনাতন রূপ পরম শিবরূপই মূলস্বরূপ।দেবাদিদেব মহাদেবের(lord shiva) সঙ্গে জড়িয়ে আছে সোমবার।

সোমবার কে শিবের সেবার দিন বলা হয় কেন
সোমবার শিবের দিন 

সোমবার দিনটি মহাদেবের(lord shiva) অত্যন্ত প্রিয়। অন্যান্য দিনের থেকে সোমবারেই পুজো পেতে সবথেকে পছন্দ করেন শিব। আপনি যদি জীবনের সব সংকট থেকে মুক্তি পেতে চান, তাহলে প্রতি সোমবার অবশ্যই নিয়ম ও নিষ্ঠা সহকারে শিব পুজো করুন।পূণ্যার্থীদের কাছে  সোমবারের গুরুত্ব অপরিসীম।তাই তাঁরা শিবপুজোর(lord shiva) জন্য বিশেষ করে  সোমবারগুলি পালন করেন।প্রচলিত রয়েছে যে
সোমবার শিবের পুজো করলে সমস্ত দুঃখ, কষ্ট দূর হয়।শ্রাবণ মাসের সোমবার নারী-পুরুষ উভয়ই শিবের পুজো করেন।সোমবারে সাধারণত উপোস করেই পুজো দেন পূণ্যার্থীরা। তবে কেউ কেউ উপবাস করাকালীন জল এবং ফলও খেয়ে থাকেন।ভগবান শিবের (lord shiva)পুজোর এই বিশেষ দিনে দুধ, ঘি, দই, মধু এবং গঙ্গাজল মিশিয়ে পুজো করা হয়।এই দিনে আমিষ খাবার এড়িয়ে চলেন পূণ্যার্থীরা।  হিন্দুধর্ম অনুসারে সোমবার হল পরমেশ্বর ভগবান শিবের প্রিয় বার। অধিকাংশ শৈব হিন্দুরা সোমবারে শিব প্রিয় ব্রত পালন করেন। । আবার শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম এক দেবতা। সনাতন ধর্মের শাস্ত্রসমূহে তিনি পরমসত্ত্বা রূপে ঘোষিত।তাই মনে করা হয় জীবনের যে কোনও জটিল থেকে জটিলতর সমস্যায় দেবাদিদেব মহাদেব কে স্মরণ করলে সহজেই সেই সমস্যা কাটিয়ে ওঠা যায়। 

এই জন্য প্রতি সোমবার মহাদেব-কে তুষ্ট করতে মেনে চলতে হবে কিছু নিয়ম। জেনে নেওয়া যাক সেই নিয়মগুলি কী কী-  শাস্ত্র মতে,সোমবার শিব পূজার নিয়মঃ  

১)কালো তিল দিয়ে স্নান করলে শরীর শুদ্ধ হয়। সোমবার সকালে ঘুম থেকে উঠেই স্নানের জলে কালো তিল দিয়ে স্নান সারুন।  


২)শিবলিঙ্গ থাকলে তা পুজো করার প্রস্তুতি নিন। শিবলিঙ্গ ভাল করে পরিষ্কার করে নিন। প্রথমে দুধ দিয়ে স্নান করান।  


৩)শিবলিঙ্গে মধু ও ঘি দিয়ে একসঙ্গে আবার ভালো করে শিবলিঙ্গ স্নান করান।  


৪)এরপর গঙ্গাজল দিয়ে আবার স্নান করান। নিঁখুত বেলপাতা, ফুল দিয়ে পুজো করুন। অপরাজিতা ফুল অবশ্যই রাখবেন।  


৫)ধূপ ধুনো জ্বেলে মহাদেবের পুজো করুন। ওম নমঃ শিবায়ঃ মন্ত্র উচ্চারণ করুন। শিবলিঙ্গের উপর চন্দনের ফোঁটা দিয়ে দিন। বাতাসা ও মনের মত ফল ও মিষ্টি দিয়ে পুজো সেরে ফেলুন। 

৬)আবশ্যই যে দিন মহাদেবের পুজো করবেন, সেই দিন নিরামিষ খাবেন।  


শ্রাবণ মাসের সোমবারের পাশাপাশি প্রতি সোমবার সোমবার এই সকল  পদ্ধতিতে মহাদেবকে পুজো করে  সন্তুষ্ট করুন আর কাটিয়ে উঠুন জীবনের জটিল থেকে জটিলতর সমস্যা।স্বামীর সংসার সহ সকলে মিলে সুখে-শান্তিতে বসবাস করতে এ সকল নিয়ম পালন অত্যন্ত জরুরী। আর যাদের বিয়ে হয়নি তারাও এ নিয়মগুলো পান করলে ভবিষ্যতে তাদের সংসার জীবন সুখের হবে।     

Next Post Previous Post
2 Comments
  • piya sen
    piya sen March 17, 2022 at 9:55 AM

    ভালো লেখেছেন

  • নামহীন
    নামহীন March 29, 2022 at 3:18 PM

    nice writing

Add Comment
comment url