বিদুরের মায়ের নাম কি?

মহাভারতে বিদুরের মায়ের নাম নিয়ে  ধোয়াশা রয়েছে কিন্তু তারপরেও কিছু কিছু পৌরাণিক গ্রন্থ থেকে বিদুরের মায়ের নাম 'পরিশ্রমী' কথার উল্লেখ পাওয়া গেছে। আসলে এটা যতটা না proper noun তার থেকে বেশি common noun।অম্বা আর অম্বালিকা ভীষন দর্শন ব্যাসদেবের সাথে নিয়োগ প্রথায় সন্তান উৎপাদন করতে রাজী ছিলেন না তাই দ্বিতীয়বার সত্যবতীর অনুরোধে তাদের এক পরিচারিকা /দাসী রানী সেজে ব্যাসদেবের অঙ্কশায়িনী হন। 

সঙ্গমে তৃপ্তি পেয়ে ব্যাস আশীর্বাদ করেন এই মিলনের ফসল স্বরূপ যে সন্তান হবে সে হবে মহান একজন মানুষ যার ধর্মবোধ হবে প্রশ্নাতীত। আমরা পরেও সভাপর্বে দেখেছি বিদুরকে অপমান করার সময় দুর্যোধন সম্বোধন করছেন "ক্ষত্রা" বলে।এই শব্দটির সংস্কৃত অর্থ অবৈধ দাসীপুত্র।বিদুর নামটির সাথে ধর্ম যেমনটা জড়িত তেমনি আবার কিছু ক্ষেত্রে সামান্য কিছু অধর্মের সম্পর্কে জানতে পারা গেছে।
বিদুরের মায়ের নাম কি?
ছবি- বিদুর ও ধৃতরাষ্ট্র 

যেমন-পাশা খেলার ওই দৃশ্যটা স্মরণ করুন বিদুর দুর্যোধনকে পাশা খেলা থেকে নিবৃত্ত করতে চাইলেও একবারের জন্যও যুধিষ্ঠিরকে নিবৃত্ত করার চেষ্টা করলেন না। কারণ তিনি জানতেন যুধিষ্ঠির কখনই পিতৃ আজ্ঞা লঙ্ঘন করবেন না। বিদুরের ক্রুরতার সবচেয়ে বড় নিদর্শন জতুগৃহ হত্যা। তিনি যখন জানতেনই যে কুন্তী আর পাঁচ ভাইকে পুড়িয়ে মারা হবে তখন তাঁদের জতুগৃহ থেকে বেরিয়ে যাবার পরামর্শ তিনি দিতেই পারেন কিন্তু কী প্রয়োজন ছিল এক নিরীহ মাতা ও তার পাঁচটি ছেলেকে খুঁজে নিয়ে এসে ওই জতুগৃহে রাত্রিবাস করানোর  ইত্যাদি তবে এগুলোর তেমন একটা ভিত্তি নেই কারন  এমন ও বলা হয় তিনি হলেন ধর্মরাজের রুপ।মহাভারতে শ্রীকৃষ্ণের পরেই ছিল তার জ্ঞান ও সততা যার কারণে তিনি যখন কোন কথা বলতেন তখন দুই পক্ষই ভালোভাবে তা শুনতো(যদিও  দূর্যোধন তার কথার কোন গুরুত্ব দিতো না)


বিদুরের মায়ের ব্যাপারে আরো কি তথ্য রয়েছে যা নিচে আলোচনা করা হলোঃ

বেদব্যাসের মহাভারতে বিদুরের মায়ের নাম উচ্চারণ করাই হয়নি । আদিপর্বের শ্লোক যদি দেখেন

"সা তমবষিমনুপ্রাপ্তং প্রত্যুদগম্যাভিবাদ্য চ।
সংবিবেশাভ্যনুজ্ঞাতা সৎকৃত্যোপচচার হ॥২৮
বাগবােপপ্রদানেন গাত্রসংস্পর্শনেন চ।
কামােপভােগেন বহস্তম্ঠাং তুষ্টিমগাদৃষিঃ ॥২৯৷
তয়া সহােষিতাে বাজন। মহর্ষি প্রীয়মাণ।
 উক্তিষ্ঠন্রব্রবীচ্চৈনামভুজিয্যা ভবিষ্যসি ॥"৩০

কিছু লোকগাথা বিশেষ করে দক্ষিণ ভারতের মহাভারত কথায় এই মহিলার নাম আমি পেয়েছিলাম পরিশ্রমী যেটা আমার মনে হয়েছিল একটি গুনগত বেষ্টিতকরন (bracketisation)

  বিঃদ্রঃ মুল সূত্রে বিদুরের মায়ের নাম অনুচ্চারিত ।

#মহাভারতের বিদুরের জন্ম কিভাবে হয়েছিল,বিদুর,বিদুরের মৃত্যু,বিদুরের মৃত্যু কিভাবে হয়েছিল,বিদুরের খুদ,বিদুরের জন্ম,পান্ডু ও বিদুরের জন্ম কিভাবে হয়েছিল,বিদুর কে,মহাভারতের বিদুর কে ছিলেন,#বিদুর,বিদূর নীতি শিভের কৃপা লাভের উপায়,



Next Post Previous Post
2 Comments
  • মন্টি
    মন্টি March 19, 2022 at 11:58 PM

    সঠিক তথ্য পেলাম।ধন্যবাদ

  • মাধব সরকার
    মাধব সরকার February 2, 2023 at 11:44 AM

    সঠিক তথ্য পেলাম। ধন্যবাদ এডমিন 🥰

Add Comment
comment url