প্রকৃত ধর্ম কাকে বলে ও কি কি ?
*যে ধর্ম আমাদের ধারন করে+যে ধর্ম আমাদের সৎ পথে ধাবিত করে তাকেই প্রকৃত ধর্ম বলে ! আবার এইভাবে বলা যায় যে যা কিছু শুভ/সত্য তাই প্রকৃত ধর্ম ! *আবার যা আমাদের অসৎ পথে ধাবিত করে তাই অধর্ম বা প্রকৃত ধর্ম নয় ! এই ভাবে বলা যায় যে যা কিছু অশুভ/ অসত্য তাই অধর্ম ! *এইবার আসা যাক
যেই ধর্মের মানুষদের দেখে! উওর:-না # সবাই যদি সবকিছু জানত তাহলে সবাই বিদ্যাসাগর হত! আবার সবাই যদি ধর্মের সব নিয়ম মানত! তাহলে সবাই স্বর্গে যেত! তাহলে কিভাবে বুঝব কোন ধর্মশ্রেষ্ঠ? এইটা বুঝার একমাএ উপায় সেই ধর্মের ধর্মগ্রন্থ পাঠ/সেই গ্রন্থ সম্পকে জানা! *এইবার কথা হল ধর্মগ্রন্থ কেমন হতে হবে ?
ধর্মগ্রন্থের নিম্ন লিখিত বৈশিষ্ট্য থাকতে হবে:- *পৃথিবীর সব মানুষকে সমান দৃষ্টিতে দেখতে হবে *সবাইকে সত্যে পথে চলতে হবে *একজন মানুষকে অন্য একজন মানুষের প্রতিপক্ষ বানানো যাবে না *হিংসার স্থান থাকবে না *শুভ ও সত্যের বানী প্রচার করবে *১০০% সত্যের পক্ষে থাকবে এই গুনগুলোর একটাও যদি অনুপস্থিত থাকে তাহলে তাকে ধর্মগ্রন্থ বলা যাবেনা ! আর সেটি যদি মানুষে মানুষে পার্থক্য/ হিংসা শিখায় বা পাপের পথে মানুষকে ধাবিত করে তাহলে সেটা হবে অধর্মগ্রন্থ ! তাই কোন ধর্ম সম্পকে জানতে হলে অবশ্যই সেই ধর্মের ধর্মগ্রন্থ সম্পকে জানতে হবে ! যেমন:- # সনাতন ধর্ম সম্পকে জানতে হলে এই ধর্মের মূল ধর্মগ্রন্থ বেদ ও গীতা সম্পকে জানতে হবে (যদিও গীতাকে বেদের সারমর্ম বলা হয়) তাই এই দিক থেকে দেখতে গেলে বেদ ও গীতার মূলভাব একই!
প্রকৃত ধর্ম |
*সনাতন ধর্মের ধর্মগ্রন্থ গুলোতে একটা শব্দও বিশেষ কোন সম্প্রদায়ের/ গোষ্ঠীর উদ্দেশ্যে দেয়া হয়নি ! বরং পৃথিবীর সকল জীবের উদ্দেশ্যেই দেয়া হয়েছে !
তাই পৃথিবীর সকল মানুষেরই এই উপদেশ গুলো মানা উচিত ! *আর আমাদের ধর্মগ্রন্থে বিধর্মী বলে ১টা শব্দও নেই ! আমাদের কাছে পৃথিবীর সকল জীবই সমান ! *অনেক ব্রাক্ষন বড় জাত, শুদ্র ছোট জাত বলে বিভ্রন্তি ছড়ায় যার কোন ভিত্তি নেই ! তাদের উদ্দেশ্যে বলতে চাই *গীতায় ভগবান বলেছেন:- *পন্ডিত গন , ব্রাক্ষন , গরু , হস্তী , চন্ডাল সবাইকেই সমদৃষ্টি/সমান ভাবে দেখে থাকেন ! * অতএব এই শ্লোকটি থেকে আমরা বুঝতে পারি যে পৃথ সব মানুষই সমান !
কারন সকল জীবের মাঝেই ভগবান আত্না রুপে আছেন # আর এই শ্লোকে শুধু মানুষ নয় ! সাধারন প্রানীদেরকেও সমান ভাবে দেখতে বলা হয়েছে ! কারন তাদের মাঝেও ভগবান আত্নারূপে আছেন ! আর এটাই হল সনাতন ধর্মের প্রকৃত মাহত্ত্ব !