পাপ কাহাকে বলে? পাপ কত প্রকার ও কি কি?
পাপের ছবি |
পাপ ৩ প্রকার
-
যথাঃ-
১) শারীরিক পাপ
২)সচারাচর বা বেসিক পাপ
৩) মানসিক পাপ
★★শারীরিক পাপঃ- পরহিংসা, চুরি, পরস্ত্রী সঙ্গ।
★★সচারাচার/বেসিক পাপঃ- অসত্য প্রলাপ, খারাপ কথা বলা,
নিষ্ঠুর বাক্য প্রয়োগ, নিজ ধর্ম ত্যাগ করা, পর ধর্ম নিয়ে আনন্দ করা, পরদোষ কীর্ত্তন মিথ্যা ভাষণ মিথ্যা কথা বলা।
★★মনের পাপঃ-অন্য মানুষের দ্রব্যে লোভ,অন্য মানুষ বা পরের অনিষ্ট পরের ক্ষতিচিন্তা বেদবাক্যে অশ্রদ্ধা।
★★এই তিনটি পাপ নিজ দায়িত্বে এড়িয়ে চললে মানুষ ইহলোকে ও পরলোকে সুখী হতে পারে।
-
★★শ্রীভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে এই নির্দেশ দিয়েছিলেন। মহাভারত অনুশাসন পর্ব ১৩ অধ্যায়ে।যখন কোন পাপীষ্ঠ বা পাপচারী মানুষ স্হূল দেহ ত্যাগ করে, তখন যমদূতেরা তার সূক্ষ্ম দেহকে পাশবদ্ধ করে যমপুরীতে নিয়ে যায়। পৃথিবী থেকে যমপুরী অর্থাৎ নরক গ্রহের দূরত্ব হচ্ছে ৮৬ হাজার যোজন বা ৭ লক্ষ ৯২ হাজার মাইল।
অর্থাৎ ১১ লক্ষ ৮৮ হাজার কিলোমিটার।হিন্দু ধর্মগ্রন্থ বা সনাতন ধর্মের মহাভারতে বলা হয়েছে-ষড়শীতি সহস্রযোজন বিস্তীর্ণ মার্গ।নরক গ্রহের অবস্থানটি হচ্ছে পাতাললোক ও গর্ভোদক সমুদ্রের মধ্যবতী। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে অতি দ্রুত গতিতে যমদূতেরা পাপাত্মাকে সেই স্থানে নিয়ে যায়। নরকের যমপুরীর নাম হচ্ছে সংযমনী।শ্রীসূর্যদেবের পুত্র ধর্মরাজ যম হচ্ছেন নরকের অধিপতি। সেখানে শতসহস্র (শতহাজার) নরককুণ্ড বা শাস্তিবিভাগ রয়েছে। 🌿🔱🙏জয় শ্রী কৃষ্ণ🙏🔱🌿
নাইচ