পরিবেশ অধিদপ্তর, পরিচালক (প্রশাসন) এর মায়ের অফিস দর্শন।
নিজ কর্মস্থলের বসার চেয়ারে মমতাময়ী মাকে বসালেন তিনি। তিনি আর কেউ নন,তিনি আমাদের রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামের গর্বিত সন্তান মাহবুব উল করিম সেতু(পরিবেশ অধিদপ্তর, পরিচালক)।
মায়ের অফিস দর্শন |
পরিবেশ অধিদপ্তরে পরিচালক হিসেবে নিজের একটি কার্যদিবসে এভাবেই মায়ের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানালেন রাজারহাট উপজেলাধীন নাজিমখান ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামের গর্বিত সন্তান মাহবুব-উল করিম সেতু।
পরিচালক মাহবুব-উল করিম (সেতু) বলেন, ‘আমি বিশ্বাস করি, আল্লাহর পরই মায়ের স্থান। পৃথিবীতে মা আমার শ্রেষ্ঠ সম্পদ। তাই আমার, একটি কার্যদিবসে আমি মাকে সঙ্গে করেই আমার কার্যালয়ে এসেছি। মায়ের দোয়া এবং এলাকাবাসীর ভালোবাসা সঙ্গে নিয়ে আমি অফিস শুরু করছি। সবার কাছে দোয়া চাই যেন আমি আমার ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি।’