পঞ্চতত্ত্ব মন্ত্রের তাৎপর্য

পঞ্চতত্ত্ব কি?

গৌড়ীয় বৈষ্ণব ধর্মমতে, পঞ্চদশ শতকে এই পৃথিবীতে ঈশ্বর স্বয়ং শ্রীকৃষ্ণ পাঁচটি অবতারে প্রকাশ হয়েছিলেন তাঁকেই বলা হয় পঞ্চতত্ত্ব। এঁরা হলেন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত ও শ্রীনিবাস ঠাকুর। ★গৌড়ীয় বৈষ্ণব ধর্মমতে পঞ্চতত্ত্ব কি?

১) ভক্তরূপে স্বয়ং– শ্রীগৌরাঙ্গ।  

২) ভক্তস্বরূপ– শ্রীনিত্যানন্দ। 

৩) ভক্তাবতার– শ্রীঅদ্বৈত আচার্য।  

৪) ভক্তশক্তি– শ্রীগদাধর।  

৫) ভক্তাখ্য বা শুদ্ধভক্ত– শ্রীবাসাদি।  

শ্রীগৌরাঙ্গ প্রথম তত্ত্ব বুঝিতেই হয়। নিত্যানন্দ তাঁর পরে সদা মনে রয়।। তৃতীয়তে শ্রীঅদ্বৈত তত্ত্ব বুঝহ সবে। গদাধর পণ্ডিতেরে চতুর্থে ধরিবে।। শ্রীবাস পঞ্চতত্ত্ব নাহি কেহ আর। কেশবের পঞ্চতত্ত্ব ইহা জেন সার।।  ★শ্বাস্তিক মতে পঞ্চতত্ত্ব কি?  'জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ  শ্রীঅদ্বৈত গদাধর  শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ' ➖ ইহা  পঞ্চতত্ত্ব মন্ত্র। আমরা এই মন্ত্র জপ কীর্ত্তন করি।  এর অর্থটা হলোঃ-

পঞ্চতত্ত্ব ছবি 

শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সর্বদাই বিরাজ করেন সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ, তাঁর অংশ প্রকাশ শ্রীনিত্যানন্দ প্রভু, তাঁর অবতার শ্রীঅদ্বৈত প্রভু,তাঁহার অন্তরঙ্গা শক্তি শ্রীগদাধর প্রভু ও তাঁর তটস্থা শক্তি শ্রীবাস প্রভু  ----সেই মহাপ্রভু এবং প্রভুগণের ভজনা করি ★স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু পরমেশ্বর ভগবান রুপে সকলের মধ্যস্থলে অবস্থান করেন এবংকরবেন । শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সর্বদাই সকল সময়ে  এই তত্ত্বসমুহ বিরাজ করে,এটা আমাদের সকলের জানা আবশ্যক।  ➖ এই জন্য আমরা যখন এইসব তত্ত্ব সমুহসহ শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রনাম করি , তখনই আমাদের প্রনাম পূর্ণতা লাভ করে, হরিনাম মহামন্ত্র জপ কীর্ত্তন কেন করি? ঁহরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরেঁ হরেকৃষ্ণ  মহামন্ত্র জপ কীর্ত্তন বা ভজন করার ক্ষেত্রে দশটি নামাপরাধ বিদ্যমান রয়েছে অন্যদিকে পঞ্চতত্ত্ব মন্ত্রের কোনো অপরাধ নেই।  বরং অপরাধ খন্ডনের মহাশক্তি আছে এই পঞ্চতন্ত্রমন্ত্রে।  শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য অবতার।সেই জন্য তিনি পতিত জীবগনের অপরাধ গ্রহণ করেন। ★পৃথিবীতে হরে কৃষ্ণ মহামন্ত্রের আবির্ভাব কি করে হলো? .....মহাপ্রভুর মাধ্যমেই প্রচার প্রসার হয়েছিল জীবোদ্ধারের প্রয়োজনে।  তাই এই "হরিনাম_মহামন্ত্র" জপ কীর্ত্তনের পূর্বে আমরা যদি "পঞ্চতত্ত্ব_মন্ত্র" জপ কীর্ত্তন করি, .....তাহলে স্বয়ং মহাপ্রভু আমাদের "হরিনাম মহামন্ত্র" জপ কীর্ত্তনে যে নামাপরাধ আছে, -- তা থেকে মুক্ত করে দেবেন!! মহাপ্রভু স্বয়ং আমাদের পরমকরুনাময় সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণের চরণকমল প্রার্থনায় সাহায্য করেন । তাই সকল 'কৃষ্ণভক্ত' ও 'কৃষ্ণ নাম' জপকারী ভক্তদের আহ্বান করবো,  আসুন  ------- আমরা 'হরিনাম' জপ- কীর্ত্তনের পুর্বে অবশ্যই যেনো 'পঞ্চতন্ত্র' মন্ত্র উচ্চারণ করি  ★জয় শ্রীপঞ্চতত্ত্ব মন্ত্রের জয় ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর  শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ ঁহরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরেঁ

Next Post Previous Post
1 Comments
  • সনাতনী আলাপন
    সনাতনী আলাপন March 13, 2022 at 2:12 AM

    নাইচ

Add Comment
comment url