গীতার আট বানীই আপনার জীবনকে বদলে দিতে পারে!

গীতা সর্বমোট  সাতশো শ্লোকের একটি হিন্দু ধর্মগ্রন্থ৷গীতাকে অনেকে প্রাচীন সংস্কৃত মহাকাব্যের একটি অংশ হিসেবে মানেন৷গীতা হলো ভগবানের মুখনি:সৃত বাণী৷ শ্রী কৃষ্ণের মুখ থেকেই এই গীতায় বাণী নি:সৃত হয়েছে ফলে গীতার বাণী একটি ঐশ্বরিক বাণী হিসেবে বিবেচিত হয়৷ কুরুক্ষেত্রে অর্জুনকে এগিয়ে যেতে সাহায্য করেছিল শ্রী কৃষ্ণ৷ আর সেই ভগবানের মুখনি:সৃত বাণীই আজও মানুষকে উদ্ধুদ্ধ করে চলেছে সমাজের শ্রেষ্ঠ ধর্ম পরায়ন হতে৷ বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন ,মহাভারতের অংশ রূপে গীতাও তাঁর দ্বারাই রচিত বলে মনে  করা হয়৷ গীতার রচনাকাল সম্বন্ধে অনেক রকম মতামত রয়েছে এই ধরায়। ঐতিহাসিকেরা মনে করেন এই গ্রন্থের রচনাকাল খ্রিষ্টপূর্ব পঞ্চম থেকে দ্বিতীয় শতাব্দী পর্যন্ত যে কোন সময়ের মধ্যে হতে পারে।


  গীতার আট বানী:   

১)★ভগবান সবসময়ই মানুষের সহায় থাকেন। মানুষের চিন্তাভাবনা, আবেগ, নিশ্বাস প্রশ্বাসের সঙ্গে জড়িত থাকে সেই বানী৷ সম্মানকে বিসর্জন দেবেন না যেন।হাজার চেষ্টা করেও আর ফিরে পাবেন না। 
২)★অন্যের ভাগ্যকে নকল না করে নিজের খারাপ ভাগ্য নিয়েই চলার চেষ্টা করুন৷ সেটি অনেক বেশি বাঞ্ছনীয়৷  যা ঘটছে তা ভালর জন্যই ঘটছে এবং যা ঘটবে তা ভালের জন্যই ঘটবে। 
৩)★যখন কাউকে কোনও পুরস্কার দেবেন৷ তখন সেটি মন থেকে দেওয়ার চেষ্টা করুন৷ সঠিক স্থানে সঠিক পুরস্কার দেওয়া উচিত৷ কিন্তু কখনও কারোর কাছ থেকে পুরস্কার ফিরে পাওয়ার চেষ্টা করবেন না৷   
৪)★যে তার নিজের সংকল্পে দৃঢ় থাকে সে সহজেই যন্ত্রনা জয় করে সুখ স্বর্গরাজ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয় এবং নিজের আত্মার সম্পূর্ণরূপে মুক্ত করতে সক্ষম হয়৷  টাকা টাকা করা ছাড়ুন।ভোগ করলেই সুখ নয় বরং ত্যাগ করাটাই উত্তম।   
৫)★ভালো কাজ কখনও বিফলে যাবেনা আপনার৷  ধর্মের পথ বেছে নিন আর অধর্ম কে এড়িয়ে চলুন। 
৬)★ যে কাজটিতে ব্যর্থ হবেন সেটি বারংবার চেষ্টা করুন নতুন করে নয়া উদ্যমে তৈরি করার৷ একদিন না একদিন আপনি সাফল্য পাবেনই৷   
৭)★ নিজের মন এবং আত্মাকে শুদ্ধ রাখুন৷ লোভ থেকে বিরত থাকুন৷লোভে পাপ-পাপে মৃত্যু,কথায় আছে অতি লোভে তাতী নষ্ট।   
৮)★চিন্তাভাবনা আরও বেশি বড় করার চেষ্টা করুন৷ আপনার নিজের যা জ্ঞান রয়েছে৷ সেটির মাধ্যমেই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন৷ অন্যের দ্বারা প্রভাবিত হবেন না৷শুধু নিজের কথা ভাবা বন্ধ করুন।মনে রাখবেন সৃষ্টির সকল কিছু নিয়েও ভাবতে হবে।                              
গীতার বাণী
 

প্রায় ৫ হাজার বছর আগে, আজকের এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ মহাবীর অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন,,, তাই আসুন আমরা গীতা পাঠ করি এবং গীতার  বানী নিজেদের জীবনে প্রয়োগ করে এক ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেবায় নিয়োজিত হই 🙏🙏🙏

গীতা সম্পর্কে কিছু প্রশ্ন ও তার উত্তরঃ 

গীতায় মোট কয়টি শ্লোক.? উত্তর= ৭০০টি  গীতায় অর্জুনের ২০টি নাম আছে শ্রীকৃষ্ণের ৩৩টি নাম উল্লেখ আছে। 

৭০০শ্লোকের মধ্যে কার কয়টি শ্লোক উল্লেখ আছে গীতায়.??  উত্তর=৫৭৪টি ধৃতরাষ্টের কয়টা = ১টা সঞ্জয়ের কয়টি= ৪০টি অর্জুনের = ৮৫টি মোট ৭০০শ্লোক। 

গীতার ১৮ অধ্যায় কে ৩ ভাগ করেছে সেই ৩ ভাগের নাম কি কি.??উত্তর= ১/ প্রথম ৬টিকে বলা হয় কর্ম যোগ ২/ মাঝখানের ৬টিকে বলা হয় ভক্তি যোগ ৩/ বাকী ৬টিকে বলা হয় জ্ঞান যোগ  (ভগবানের মুখশ্রীত বানীর মাহাত্ম্য অনেকে করেছেন যেমন: ১/ শ্রীশংকরাচার্য ২/ স্কন্দপুরানে ব্যাসদেব ৩/ পদ্মপুরানে দেবাদিদেব শিব কর্তৃক গীতার ১৮ টি অধ্যায়ের মাহাত্ম্য বনর্না আছে।) 

গীতার সারাংশ কোন অধ্যায়কে বলা হয়ে থাকে.? উত্তর: ২য় অধ্যায়কে  গীতায় মাং শব্দটি বেশি আছে, যোগ শব্দটি ৭৮বার আছে, যোগী শব্দটি ২৮বার আছে, যুক্তশব্দটি ৪৯বার আছে, 

কুরুক্ষেত্রের যুদ্ধে ১৮ দিনের মাঝখানেও শ্রীকৃষ্ণ বিভিন্ন সময় অর্জুনকে গীতার বানী শুনিয়েছেন। 

 ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধ শুরুর  পূর্ব মুহুর্তে অর্জুনকে সম্পূর্ণ গীতার বানী শুনিয়েছিলেন। 

" হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে   

হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।"

****এছাড়াও এই ওয়েবসাইটটিতে পাবেন ****

গীতার বাণী,গীতার অমৃত বাণী,

গীতার বাণী শ্রীকৃষ্ণ,

গীতার জ্ঞান,

গীতার বাণী বাংলা,

গীতার কিছু বাণী,

জীবন বদলাতে গীতার বাণী,

গীতার বানী,

গীতার বাণী গান,

শ্রীকৃষ্ণের বাণী,

ভগবত গীতার বাণী,

গীতার বাণী উপদেশ,

গীতার উপদেশ,

গীতার বাণী বাংলায়,

গীতার সারাংশ,

শ্রীকৃষ্ণ গীতার বাণী,

গীতার মাহাত্ম্য,

শ্রীকৃষ্ণের গীতার বাণী,

ভগবত গীতার বাণী বাংলায়,

শ্রীমদ্ভাগবত গীতার বাণী,

শ্রীকৃষ্ণ বাণী,

ভগবান শ্রীকৃষ্ণের বাণী,

গীতায় শ্রীকৃষ্ণের বাণী,

ভাগবত গীতার বাণী মুক্তি দেবে সমস্যা থেকে

Next Post Previous Post
2 Comments
  • সনাতনী আলাপন
    সনাতনী আলাপন February 13, 2020 at 10:51 AM

    হরে কৃষ্ণ

  • নামহীন
    নামহীন April 18, 2022 at 4:51 PM

    অনেক সাইট ঘোরার পর যবন হরিদাস সম্পর্কে সঠিক তথ্য পেলাম। thank you from India..

Add Comment
comment url