নিত্যপূজা পূজা কী এবং করনীয়।

 নিত্যপূজা পুজাবিধি

 মাধ্যাহ্নিক পূজা
।। ॐ নমো ভগবতে বাসুদেবায় নমঃ ।। 

🚩১. প্রথম পর্যায়: বন্দনা  নারায়ণং নমস্কৃত্যং নরঞ্চৈব নরত্তোমম্  দেবীং সরস্বতীঞ্চৈব ততো জয় মুদিরয়েৎ। 
নিত্য পুজা

আরাধ্য দেবতার নাম জপ (স্মরণ) করবেন।  (১০বার /২১বার /৫১বার /১০৮ বার)  

🚩২. দ্বিতীয় পর্যায়: শুদ্ধিকরণং  || জল শুদ্ধিকরণং ||  কোশাকুশিতে জল নিয়ে তার উপর দক্ষিণ হস্তের অনামিকা দ্বারা জল স্পর্শ করে-  গঙ্গেচ য়মুনেচৈব গোদাবরী সরস্বতী  নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিং কুরু।  || শ্রীহরি স্মরণং ||  একটি চামচে করে সামান্য জল নিয়ে নিম্নোক্ত মন্ত্র পাঠ করুন -  
ॐ নমঃ অপবিত্র পবিত্রোবা সর্বাবস্থাং গতোহপিবা য়ঃ স্মরেৎ পুন্ডরীকাক্ষং সবাহ্যাভ্যন্তর শুচিঃ।  
নিম্নোক্ত মন্ত্রপাঠ পুর্বক মস্তকোপরি জল ছিটাবেন (৩ বার)— ॐ নমঃ বিষ্ণু।  || আচমনং ||  হাতে সামান্য জল নিন এবং নিচের প্রতিটি মন্ত্রপাঠ পুর্বক একবার করে গ্রহণ করুন —  নমঃ আত্মতত্ত্বায় স্বাহা।১।।  নমঃ বিদ্যাতত্ত্বায় স্বাহা।২।।  নমঃ শিবতত্ত্বায় স্বাহা।৩।।  || তিলক ধারণং ||  ললাটে - শ্রী কেশবায় নমঃ।  || পুষ্প শুদ্ধিকরণং ||  কুশিতে সামান্য জল নিয়ে তাতে চন্দন মেশান, মন্ত্র পাথ পুর্বক ফুলের উপর ছিটিয়ে দিন -  ॐ পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পসম্ভবে  পুষ্প চয়াবকীর্ণে হুম্ ফট্ স্বাহা।  

🚩৩. তৃতীয় পর্যায়: দেবতা স্নান  নিত্যপূজায় জল দ্বারা স্নানই প্রযোজ্য। নিম্নোক্ত মন্ত্র পাঠ পূর্বক দেবতার মাথার উপর থেকে জল ঢালবেন —  নারায়ণ/ শ্রীকৃষ্ণ স্নান —  ॐ সহস্রশির্ষা পুরুষঃ সহস্রাক্ষঃ সহস্র পাৎ।  সভূমিং বিশ্বতোবৃত্বাত্যতিষ্ঠদ্দশাঙ্গুলম্।।  শিব স্নান —  ॐ ত্র‍্যম্বকং য়াজামহে সুগান্ধিং পুষ্টিবর্ধনং।  উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যোর্ মুক্ষিয় মা'মৃতাৎ।।  অন্য সব দেবতা —  ॐ ইদং স্নানিয় জলং শ্রী.............. দেবতা ঐ নমঃ।  যথা রীতি দেবমূর্তি চন্দন চর্চিত করে বস্ত্র আভূষণে সজ্জিত করে রাখবেন। (সম্পূর্ণ ঐচ্ছিক)  

🚩৪. চতুর্থ পর্যায়: উৎসর্গিকরণ  পুষ্পোৎসর্গ — ফুল দান পূর্বক  ॐ এতে গন্ধে পুষ্পে শ্রী...............দেবতায়ে নমঃ।  তুলসীপাত্রোৎসর্গ — তুলসীপত্র দান পূর্বক — (শুধু নারায়ণ ও কৃষ্ণের জন্যেই হবে)  ॐ ইদং তুলসীপত্রং...............দেবতায়ে নমঃ।  বিল্বপত্রোৎসর্গ — ববিল্বপত্র দান পূর্বক —  এষঃ সজলঃ বিল্বপত্র ॐ ...............—ঐ নমঃ।  নৈবেদ্যোৎসর্গ - 
 
🔜১. খাদ্যে — খাদ্যে ফুল দান পূর্বক,অনুপস্থিতিতে কুশিতে সামান্য জল নিয়ে খাদ্যের উপর দান পূর্বক —  ॐ ইদং সোপকরণং নৈবেদ্যং শ্রী...............দেবতায়ে নমঃ।  

🔜২. পানার্থ জলে — পানার্থ জলে ফুল দান পূর্বক,অনুপস্থিতিতে কুশিতে সামান্য জল নিয়ে খাদ্যের উপর দান পূর্বক —  ॐ ইদং পানার্থ জলং শ্রী........... দেবতা নমঃ।  

🔜৩. আচমনীয় জল — আচমনীয় জলে ফুল দান পূর্বক,অনুপস্থিতিতে কুশিতে সামান্য জল নিয়ে খাদ্যের উপর দান পূর্বক —  ॐ ইদং আচমনীয় জলং শ্রী...............দেবতায়ে নমঃ।  

🚩৫. পঞ্চম পর্যায়: আরতি  
১. ধূপ  ২. দীপ  ৩. জল/ জলশংখ  ৪. রুমাল  ৫. চামর/ হাতপাখা  প্রনাম করবেন।  এর পর রীতি অনুযায়ী সন্ধ্যা বন্দনা করবেন। এর বিধি নিচে link -এ দেওয়া আছে।  || || || বাল্যভোগ / শীতলভোগ দান || || ||  ।। ॐ নমো ভগবতে বাসুদেবায় নমঃ ।।  

🌻১. প্রথম পর্যায়: বন্দনা।।
  নারায়ণং নমস্কৃত্যং নরঞ্চৈব নরত্তোমম্  দেবীং সরস্বতীঞ্চৈব ততো জয় মুদিরয়েৎ।  আরাধ্য দেবতার নাম জপ (স্মরণ) করবেন।  (১০বার /২১বার /৫১বার /১০৮ বার)  

🌻২. দ্বিতীয় পর্যায়: শুদ্ধিকরণং  || জল শুদ্ধিকরণং ||  কোশাকুশিতে জল নিয়ে তার উপর দক্ষিণ হস্তের অনামিকা দ্বারা জল স্পর্শ করে --
গঙ্গেচ য়মুনেচৈব গোদাবরী সরস্বতী  নর্মদে সিন্ধু কাবেরী জলেহস্মিন সন্নিধিং কুরু।  || শ্রীহরি স্মরণং ||  একটি চামচে করে সামান্য জল নিয়ে নিম্নোক্ত মন্ত্র পাঠ করুন -  ॐ নমঃ অপবিত্র পবিত্রোবা সর্বাবস্থাং গতোহপিবা য়ঃ স্মরেৎ পুন্ডরীকাক্ষং সবাহ্যাভ্যন্তর শুচিঃ।  
নিম্নোক্ত মন্ত্রপাঠ পুর্বক মস্তকোপরি জল ছিটাবেন (৩ বার)— ॐ নমঃ বিষ্ণু।  || আচমনং ||  হাতে সামান্য জল নিন এবং নিচের প্রতিটি মন্ত্রপাঠ পুর্বক একবার করে গ্রহণ করুন —  নমঃ আত্মতত্ত্বায় স্বাহা।১।।  নমঃ বিদ্যাতত্ত্বায় স্বাহা।২।।  নমঃ শিবতত্ত্বায় স্বাহা।৩।।  || তিলক ধারণং ||  ললাটে - শ্রী কেশবায় নমঃ।  
🌻৩. তৃতীয় পর্যায়: উৎসর্গিকরণ  নৈবেদ্যোৎসর্গ -  

🌼১. খাদ্যে — খাদ্যে ফুল দান পূর্বক,অনুপস্থিতিতে কুশিতে সামান্য জল নিয়ে খাদ্যের উপর দান পূর্বক —  ॐ ইদং সোপকরণং নৈবেদ্যং শ্রী...............দেবতায়ে নমঃ। 

🌹২. পানার্থ জলে — পানার্থ জলে ফুল দান পূর্বক,অনুপস্থিতিতে কুশিতে সামান্য জল নিয়ে খাদ্যের উপর দান পূর্বক —  ॐ ইদং পানার্থ জলং শ্রী........... দেবতা নমঃ।  

🌼৩. আচমনীয় জল — আচমনীয় জলে ফুল দান পূর্বক,অনুপস্থিতিতে কুশিতে সামান্য জল নিয়ে খাদ্যের উপর দান পূর্বক —  ॐ ইদং আচমনীয় জলং শ্রী...............দেবতায়ে নমঃ।  

🚩৪. চতুর্থ পর্যায়: আরতি  ১. ধূপ  ২. দীপ  ৩. জল/ জলশংখ  ৪. রুমাল  ৫. চামর/ হাতপাখা  প্রনাম করবেন।     এরপর রীতি অনুযায়ী সন্ধ্যা বন্দনা করবেন।  সময় -  বাল্যভোগ — বিস্তার ২ মুহূর্ত (সূর্যোদয়ের আগের ৪৮ মিনিট + সূর্যোদয়ের পরের ৪৮ মিনিট)।  মাধ্যাহ্নিক পূজা — ২ মুহূর্ত সূর্য মাথার ওপর আসার আগের ৪৮ মিনিট + সূর্য মাথার উওপর আসার পরের ৪৮ মিনিট)।  শীতলভোগ— ১ মুহূর্ত (সূর্যাস্তের পরের ৪৭ মিনিট)।  
🌼সন্ধ্যা বন্দনং —

হিন্দুদের উপাসনা বিধি কী? 
উল্লেখ্য -🕯গৃহ দেবতা হিসেবে লক্ষ্মী, গণেশ ও সরস্বতীই শ্রেয়।  
🕯নারায়ণ, গোপাল (কৃষ্ণ), রুক্মিণী কান্ত বা শিব রাখার ক্ষেত্রে নিত্য সেবাদি আবশ্যিক। কোন কারণ না পারলে অন্য একজনকে দায়িত্বে প্রদান করতে হবে। দূরে গেলে হয় সঙ্গে নিয়ে যেতে হবে, বা একজনকে দায়িত্বে প্রদান করতে হবে।  🕯শক্তি দেবতা মন্দিরেই পূজন শ্রেয়।  
🕯গ্রহ দেবতা কখনোই গৃহে পূজিত হবে না।  
🕯গোপাল থাকলে বাল্যভোগ, মধ্যাহ্নিক পূজা ও শীতলভোগ আবশ্যিক। অন্য ক্ষেত্রে মাধ্যাহ্নিক পূজা আবশ্যিক, বাল্যভোগ ও শীতলভোগ ঐচ্ছিক।  
🕯প্রাণ প্রতিষ্ঠা ছাড়া কোন দেবমূর্তি পূজিত হবেনা।  
🕯ধাতব প্রতিমা বা পাথর প্রতিমাই শ্রেয়। কাষ্ট প্রতিমা রঙ নষ্ট হলে পুনরায় রঙ করাতে হবে। কোন প্রতিমার কোন ক্ষতি হলে নবকলেবর (একই দেবতার নতুন মূর্তি প্রতিষ্ঠা) আয়োজন করতে হবে।  
🕯উক্ত পূজা বিধি সকলের জন্য প্রযোজ্য। বৈষ্ণব, শাক্ত ও শৈব সকলের এই বিধি অনুসারে পূজা করবেন। লক্ষ্মী বিষ্ণু পত্নী রূপে বৈষ্ণব দেবী, আদি শক্তির মহালক্ষ্মী রূপে শাক্ত দেবী ও আদি পরাশক্তির রূপ হিসেবে শৈব দেবী — তিনি সকলের বর্ণের উর্ধ্বে একরূপা মহামায়া দেবী। তাই সকলেই গৃহদেবতা হিসেবে লক্ষ্মীকে স্থাপন করতে পারবেন।                                                           ধন্যবাদান্তে-MS 
Next Post Previous Post
3 Comments
  • সনাতনী আলাপন
    সনাতনী আলাপন February 24, 2020 at 1:45 PM

    হরে কৃষ্ণ

  • piya sen
    piya sen March 29, 2022 at 8:56 AM

    সুন্দর তথ্যগুলো দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • নামহীন
    নামহীন April 18, 2022 at 4:54 PM

    অনেক সাইট ঘোরার পর সঠিক তথ্য পেলাম। thank you from India..

Add Comment
comment url